তদন্তকারী একটি সূত্রে জানা গেছে, দেশে সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য তারা দায় চাপাচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ওপর।
জিজ্ঞাসাবাদে আনিসুল হক বলেন, ‘দেশে ছাত্র অন্দোলন শুরু হওয়ার পর আমি একটি সমাধানের দিকে যাচ্ছিলাম। কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কারণে সেটা সম্ভব হয়নি। আন্দোলন দমনে তারা খুবই অ্যাগ্রেসিভ ছিলেন। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বাস্তবতা বোঝানো যাচ্ছিল না। এ কারণে আন্দোলন একপর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।’
সালমান এফ রহমান এবং আনিসুল হককে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার সময় ডিবির এক কর্মকর্তা দুজনের উদ্দেশে বলেন, ‘আপনাদের অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের কারণেই দেশের এই অবস্থা।’ এ সময় তারা ছিলেন নির্বিকার।
প্রসঙ্গত, কোটা সংস্কারের আন্দোলনে সরকারের দমন পীড়নের জেরে একপর্যায়ে তা সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। এক পর্যায়ে ছাত্র-জনতার আন্দোলনের জেরে পদত্যাগ করে ভারত চলে যান শেখ হাসিনা। গা ঢাকা দেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। পরে গত মঙ্গলবার সালমান এফ রহমান এবং আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ।
সূত্র- দৈনিক ইনকিলাব

0 মন্তব্যসমূহ