Header Ads Widget

Responsive Advertisement

বাংলাদেশে আর কখনোই ফ্যাসিস্টদের পুনরুত্থান হবে না: রিজভী



এইমাত্র পাওয়া সংবাদ প্রতিবেদন :বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিশ্বের কোথাও কখনোই ফ্যাসিস্টদের পুনরুত্থান হয়নি। বাংলাদেশেও আর কখনোই ফ্যাসিস্টদের পুনরুত্থান হবে না। গণঅভ্যুত্থানে পতিত ফ্যাসিস্টরা কোনো দেশেই আর সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে না। ইতালি জার্মানিসহ পৃথিবীর কোথাও গণতন্ত্রকামী মানুষ ফ্যাসিস্টদের পুনরুত্থান হতে দেয়নি। নিজ দেশের শিশুদের রক্ত যারা গ্লাসে-গ্লাসে পান করে, তাদের আবার রাজনীতি কিসের!
বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাজধানীর মিরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত বিইউবিটি শিক্ষার্থী তাহমিদ ও মাসুদ রানার পরিবারের সদস্যদের সঙ্গে আলাপচারিতা শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিস্টদের পুনরুত্থান হলে তো আন্দোলনকারীদের মধ্যে যারা চোখ হারিয়ে অন্ধ হয়েছে, হাত-পাসহ শরীরের বিভিন্ন অঙ্গ হারিয়ে পঙ্গু হয়েছে, তাদেরকে নির্বিচারে হত্যা করবে এবং গণতন্ত্রের পক্ষে যারা সোচ্চার ছিলেন, যাদের গত সাড়ে ১৫ বছর গুম, নির্যাতন এবং গায়েবি মামলায় বন্দি করে রাখা হয়েছিল, তাদের এবং তাদের পরিবারের ওপর নেমে আসবে শেখ হাসিনার প্রাণবিনাশী কর্মসূচি!
রিজভী বলেন, সমবায় ব্যাংকে জমা রাখা ৭ হাজার ৩৯৮ ভরি সোনা ভুয়া মালিক সাজিয়ে বিক্রি করে দিয়েছেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি। কী আজব দেশ ছিল এটা? অনাচার-অবিচার লুটপাট- এসবের লাইসেন্স দিয়েছিল শেখ হাসিনা, তার কথাই ছিল- আমার ক্ষমতা ঠিক রেখে তোরা যা পারিস কর। শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি দস্যু ও মাফিয়া সিন্ডিকেটের প্রধান ছিলেন।
পুলিশ-সিভিল প্রশাসন প্রত্যেক জায়গায় শেখ হাসিনার আশীর্বাদপুষ্টরা শত-শত কোটি টাকার মালিক উল্লেখ করে রিজভী বলেন, একজন প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম খান- তারও গ্রামে ছয়তলা বাড়ি। এই তো প্রশাসন, সাজানো এ প্রশাসন এখনো বহাল তবিয়তে। এরা এখনো বিভিন্ন পর্যায়ে আছে। তারা তো শেখ হাসিনার পক্ষেই কাজ করবে!
এ সময় স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনে শহিদ তাহমিদ ও মাসুদ রানার পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার পাশাপাশি আর্থিকভাবে সহযোগিতা করা হয়। এ সময় ‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে মাসুদের পরিবারকে জানানো হয়, তার শিশুকন্যা আরোবী’র পড়ালেখার দায়-দায়িত্ব এখন থেকে তারেক রহমানের। সূত্র-ইত্তেফাক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ