Header Ads Widget

Responsive Advertisement

ওমানে ৩১ আগস্ট থেকে নতুন গোল্ডেন ভিসা কর্মসূচি চালু



এইমাত্র পাওয়া সংবাদ প্রতিবেদন :ওমান আগামী ৩১ আগস্ট থেকে নতুন গোল্ডেন ভিসা কর্মসূচি চালু করতে যাচ্ছে। দেশটির বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগ ওমানকে বৈশ্বিক বিনিয়োগকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা এবং বাণিজ্যের ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করার অংশ। বিষয়টি প্রথম প্রকাশ করেছে গালফ নিউজ

কর্মসূচির পাশাপাশি চালু হবে ‘আল মাজিদা কম্পানিজ’, যা উচ্চক্ষমতাসম্পন্ন ওমানি প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করবে। একই সঙ্গে ‘ওমান বিজনেস’ প্ল্যাটফরমে নতুন সেবা যোগ হবে, যার মাধ্যমে ইলেকট্রনিকভাবে বাণিজ্য নিবন্ধন হস্তান্তর করা যাবে।

ধোফারের গভর্নর সাইয়্যিদ মারওয়ান বিন তুর্কি আল সাইদের পৃষ্ঠপোষকতায় সালালাহতে আয়োজিত অনুষ্ঠানে এসব উদ্যোগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ওই অনুষ্ঠানে সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়, জার্মান ইউনিভার্সিটি অব টেকনোলজি, ওমান এনার্জি অ্যাসোসিয়েশন এবং ইবিনার সঙ্গে সহযোগিতা চুক্তিও স্বাক্ষর হবে, যা বিশেষ করে নির্মাণ খাতের প্রবৃদ্ধিকে সমর্থন করবে।

মন্ত্রণালয়ের পরিকল্পনা মহাপরিচালক মুবারক বিন মোহাম্মদ আল দৌহানি জানান, গোল্ডেন ভিসা স্কিম বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি স্থিতি ও প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি এটি ওমানি ব্যবসায়ীদের দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রসারণে উৎসাহিত করবে।

তিনি আরও বলেন, ইলেকট্রনিক বাণিজ্য নিবন্ধন হস্তান্তর ব্যবসার সময় ও খরচ কমানোর পাশাপাশি স্বচ্ছতা বৃদ্ধি করবে। এসব পদক্ষেপ ওমানের টেকসই ব্যবসা পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি বহন করে, যেখানে নিয়ন্ত্রক সংস্কারের পাশাপাশি স্থানীয় কোম্পানিগুলোর জন্য লক্ষ্যভিত্তিক সহায়তা রাখা হয়েছে।

ওমানের এই উদ্যোগ আঞ্চলিক প্রবণতার অংশ। সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মতো প্রতিবেশী দেশগুলো ইতিমধ্যেই অনুরূপ গোল্ডেন ভিসা স্কিম চালু করেছে, যার লক্ষ্য হলো উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ দিয়ে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ