Header Ads Widget

Responsive Advertisement

কলম্বিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮ সেনা



এইমাত্র পাওয়া সংবাদ প্রতিবেদন :কলম্বলিয়ায় ভেনিজুয়েলা সীমান্তের কাছে স্থানীয় সময় রবিবার ভোরে মানবিক মিশনে থাকা একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দেশটির আটজন সেনা নিহত হয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এক্স প্লাটফরমে জানান, নিহত সেনারা পূর্বাঞ্চলীয় ভিচাদা প্রদেশে একটি মিশনে ছিলেন।
অন্যদিকে বিমানবাহিনী জানিয়েছে, কুমারিবো এলাকার এক প্রত্যন্ত স্থানে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। তবে আরোহীদের কেউই বেঁচে নেই।
এ ছাড়া কলম্বিয়ান গণমাধ্যমে প্রকাশিত ছবিতে ঘাসের মধ্যে হেলিকপ্টারের পোড়া ধ্বংসাবশেষ দেখা গেছে। ধ্বংসাবশেষ উদ্ধারে মিশন চালু রয়েছে এবং ক্রুদের পরিবারকে সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিমানবাহিনী।
এ বছর কলম্বিয়ায় এটিই প্রথম সামরিক হেলিকপ্টার দুর্ঘটনা নয়। এর আগে এপ্রিলে উত্তর কলম্বিয়ায় আরেকটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৯ সেনা এবং ফেব্রুয়ারিতে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার দুর্ঘটনায় চারজন নিহত হয়েছিলেন। ফেব্রুয়ারিতেই আরো এক হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হন। 
অস্ত্রধারী গোষ্ঠীগুলো কলম্বিয়ার বিভিন্ন অংশে নিজেদের মধ্যে ও সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত রয়েছে।
তবে কোনো দুর্ঘটনার জন্য তাদের দায়ী করা হয়নি। বিশ্লেষকদের মতে, পুরনো সামরিক সরঞ্জাম ব্যবহারই এসব দুর্ঘটনার মূল কারণ হতে পারে।
সূত্র : এএফপি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ