বাংলাদেশি ভিসাপ্রার্থীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস। শুক্রবার (১৮ জুলাই) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কতামূলক পোস্টে ভিসা প্রক্রিয়ায় প্রতারণা ও মিথ্যা তথ্য প্রদানের বিপজ্জনক পরিণতি সম্পর্কে হুঁশিয়ারি দেওয়া হয়।
পোস্টে বলা হয়েছে, “এই গল্প আমরা আগেও শুনেছি।” কনস্যুলার অফিসাররা ভিসা জালিয়াতি, ভুয়া নথি দাখিল এবং তথ্য গোপনের নতুন নতুন কৌশল সম্পর্কে অবহিত আছেন। আবেদনকারী যদি ভুয়া নথিপত্র প্রদান করেন বা ইচ্ছাকৃতভাবে সঠিক তথ্য গোপন করেন, তা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। এতে আজীবন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হওয়ার পাশাপাশি আবেদনকারীর বিরুদ্ধে ফৌজদারি মামলার সম্ভাবনাও রয়েছে।
এর আগেও, গত ১০ জুলাই যুক্তরাষ্ট্র দূতাবাস এক পৃথক পোস্টে ভিসা আবেদন ফর্ম DS-160-এ গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের হ্যান্ডল বা ইউজারনেম সঠিকভাবে উল্লেখ করার বাধ্যবাধকতা পুনর্ব্যক্ত করে।
সেই পোস্টে আরও জানানো হয়, ভিসা আবেদন ফরমে আবেদনকারীরা যে তথ্য দেন, তা সঠিক ও সত্য—এই মর্মে স্বীকৃতি দিয়েই তারা ফর্ম জমা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করা হলে ভিসা আবেদন প্রত্যাখ্যাত হতে পারে এবং ভবিষ্যতেও আবেদনকারী যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার অযোগ্য বিবেচিত হতে পারেন।
যুক্তরাষ্ট্রের এই বার্তা স্পষ্টভাবে জানিয়ে দেয় যে, ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা, সততা এবং আইন মেনে চলা অপরিহার্য।
0 মন্তব্যসমূহ