Header Ads Widget

Responsive Advertisement

কলম্বিয়ায় প্রথমবারের মতো রাইফেল উৎপাদন



এইমাত্র পাওয়া সংবাদ প্রতিবেদন :📅 ৩০ সেপ্টেম্বর, ২০২৫ – কলম্বিয়া নিজস্বভাবে প্রথমবারের মতো যুদ্ধ রাইফেল উৎপাদন করেছে। দেশটির কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ইসরাইল থেকে আমদানিকৃত অস্ত্রের বিকল্প তৈরি করা।
খবর: এএফপি

কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো ২০২৪ সালে গাজা উপত্যকায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সামরিক অভিযানের প্রতিবাদে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন। এর পর থেকেই দেশটি নিজস্ব অস্ত্রশিল্পের ওপর নির্ভরশীল হওয়ার পরিকল্পনা নেয়।

রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থা ইন্দুমিল নতুন এই রাইফেল তৈরি করেছে। এটি দেশীয়ভাবে উৎপাদিত গ্যালিল রাইফেল প্রতিস্থাপনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। উল্লেখ্য, ১৯৯০ সাল থেকে কলম্বিয়া ইসরাইলি উপাদান ব্যবহার করে গ্যালিল রাইফেল উৎপাদন করছিল।

ইন্দুমিলের প্রধান নির্বাহী ও অবসরপ্রাপ্ত কর্নেল জাভিয়ের কারমাগো জানান, আগামী পাঁচ বছরে প্রায় ৪ লাখ হালকা রাইফেল উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ধাপে ধাপে এগুলো কলম্বিয়ার সশস্ত্র বাহিনীতে বিদ্যমান অস্ত্র প্রতিস্থাপন করবে।

নতুন অস্ত্রগুলো ইস্পাত ও পলিমার দিয়ে তৈরি, যা পুরনো অস্ত্রের তুলনায় ১৫ থেকে ২৫ শতাংশ হালকা।

অন্যদিকে, মাদকের বিরুদ্ধে লড়াইয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়াকে মিত্র তালিকা থেকে বাদ দেওয়ার পর প্রেসিডেন্ট পেট্রো মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও অস্ত্র কেনা বন্ধ করেন।

👉 ফলে কলম্বিয়া এখন পুরোপুরি নিজস্ব উৎপাদনের ওপর ভরসা করছে, যা দেশটির সামরিক স্বনির্ভরতার পথে বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ